বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের (ইউএনও) সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছী কাঠালিয়া উপজেলা শাখা। গতকাল রোববার (৭ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন কাঠালিয়া উপজেলার শাখার সভাপতি ও ছিটকী নেছারিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর-রশীদ। মজিয়াতুল মুদার্রেছীনের সম্পাদক অধ্যক্ষ মোঃ ওবায়দুল হক ওয়াদুধের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান ছিদ্দীকী, দত্তেপশুরীবুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদাসার সুপার মোঃ আলী হায়দার প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের অগ্রনী ভূমিকা পালনসহ বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন। সভায় কাঠালিয়া উপজেলার ত্রিশটি মাদরাসার অধ্যক্ষ ও সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।