শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় এক ব্যক্তির একটি চায়ের দোকান ও একটি ইজিবাইকে পরিকল্পিতভাবে রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়াগেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের লঞ্চঘাট এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ীর নাম মো. আলমগীর হোসেন। তিনি ওই এলাকারই বাসিন্দা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. আলমগীর হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লঞ্চঘাটে আমার একটি চায়ের দোকানে এবং আমার বাড়ির সামনে রাখা একটি ইজিবাইকে রাতের আঁধারে কে বা কাহারা পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিয়েছি।
কাঠালিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে একটি দোকান ও একটি ইজিবাইক পুড়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, লঞ্চঘাটে আগুন লেগেছে শুনেছি। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থ কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।