সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
‘দেশীয় মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী ও কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. কাজল সিকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমীন। বক্তব্য রাখেন মো. হাবিবুর রহমান, মো. সাব্বির হোসেন, অলি উল্লাহ, আবদুল কাইউম প্রমুখ।