সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বান্দাঘাটা খাল সংলগ্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেতসহ উপজেলার নির্বাচিত ৩১টি জলাশয়ে ২১৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
বিশেষ অতিথি জেলা মৎস্য দপ্তরের সহকারি পরিচালক অভিজিৎ শীল, পোনামাছ অবমুক্তকরণ উপজেলা কমিটির সদস্য সচিব ও উপজেল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম তালুকদার প্রমূখ।