শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয় ও কাঠালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলার উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাওলানা মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সেলিনা পাপরী, বেতাগী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহসীন খান প্রমূখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠা মো. শহীদুল, কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান, সরকারি কাঠালিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. সালমা বেগম, মোসা. সাবিনা ইয়াসমীন, সিনিয়র সাংবাদিক মো. ফারুক হোসেন খান, সাকিবুজ্জামান সবুরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজ এবং সরকারি কাঠালিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বির্তকের বিষয় ছিলো“ অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’। প্রতিযোগিতায় কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরুষ্কার তুলে দেন।