বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দুই দিন ব্যাপী বারুনী উৎসব ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবর ভোরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে ৯০তম এ বারুনী উৎসব ও মতুয়া সম্মেলন। পূর্নব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে শ্রীধাম ওড়াকান্দি মহা বারুনির ৬দিন পরে ৭ম দিন প্রতিবছরের ন্যায় উপজেলা সদরের উত্তর আউরায় মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রী মৎ হরি গোসাইর উত্তরসূরী বর্তমান গদী সমাধীন মতুয়ার্চায্য গুরুদাস ঠাকুরের নেতৃত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মহা বারুনীতে ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এ উৎসবে উপস্থিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদ আহম্মেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুস খান, বিশ্ব মতুয়া পরিষদের সভাপতি মতুয়ারতœ হরি প্রসাদ বাগরী প্রমূখ।