বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
“পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রানিসম্পদ প্রর্দশনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেব আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দীন প্রমূখ।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এল.ডি.ডি.পি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ মেলা বাস্তবায়ন করে। মেলায় ৪০টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ঘোড়া, কবুতর, ঔষধসহ বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে।