রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

কাঠালিয়ায় দন্ত চিকিৎসকের ঘরে সিঁদ কেটে দুর্ধর্ষ চুরি

কাঠালিয়ায় দন্ত চিকিৎসকের ঘরে সিঁদ কেটে দুর্ধর্ষ চুরি

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া বন্দরের সরদার ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডেন্টিস মো. সাইফুল ইসলাম সরদারের ফাঁকা বসত ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে তার নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে। স্ত্রী, সন্তানসহ রাতে সাইফুল ইসলাম ভান্ডারিয়ায় তার শ্বশুর বাড়ী থাকায় সিঁদ কেটে ফাঁকা ঘরে ঢুকে এ চুরি সংগঠিত হয়। চোর চক্রটি ঘরে রাখা ষ্ট্রীলের আলমারি ও শোকেজ ভেঙ্গে ২টি স্বর্ণের চেইন, ৩টি আংটি, নতুন ৩টি শাড়ী, ৩টি বিছানার চাদর, ৩টি প্যান্ট ও সার্ট পিস, এক বস্তা সুপারিসহ নগদ এক লক্ষাধিক টাকা নিয়ে যায় বলে ভ‚ক্তোভোগী জানান। এ ঘটনার পর আজ সোমবার সকালে শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, ইউপি সদস্য মোস্তফা কামাল, সেলিম তালুকদারসহ কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডেন্টিস সাইফুল ইসলাম সরদার জানান, আমার স্ত্রী তার বাবার বাড়িতে থাকায় রোববার দিবাগত রাত ১১টার দিকে আমি ও আমার এক চাচাতো ভাই তাদের বাড়ি যাই। রাতেই ফেরার কথা ছিলো। তবে বেশি রাত হওয়ায় ফেরা হয়নি। সকালে বাড়িতে এসে দেখি ঘরে কে বা কাহারা যেন সিঁদ কেটে উঠে ষ্ট্রীল আলমারি ও শোকেজ ভেঙ্গে নগদ এক লাখের মতো টাকা ও আমার স্ত্রীর ৩ ভরি ওজনের ২টি স্বর্ণের চেইন, ৩টি আংটি, নতুন ৩টি শাড়ী, ৩টি বিছানার চাদর, ৩টি প্যান্ট ও সার্ট পিস এবং এক বস্তা সুপারি নিয়ে গেছে।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তারা পরিদর্শক করেছেন। এ ঘটনায় ভ‚ক্তোভোগী এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়নি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana