শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ায় তৃতীয় লিঙ্গের মানুষের জন্যে ‘সুখ নিবাস’ নামে গৃহ নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুরে আমুয়া বাজারে এ গৃহ নির্মাণ কাজের উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, আমুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদাক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুলসহ এলাকাবাসী ও সুবিধাভোগীরা।
উদ্ভোধন শেষে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আবাসন প্রকল্প এ নির্মাণ কাজ করছে।
কাঠালিয়া উপজেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গের মানুষ এ আবাসন সুবিধা ভোগ করবেন।