বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
কার্যকর প্রশিক্ষণ, দক্ষ শিক্ষক, মানসম্মত শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঝালকাঠির কাঠালিয়ায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ-২০২৩ শুরু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা রিসোর্স সেন্টরের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম।
উপজেলা রিসোর্স সেন্টরের ইনস্ট্রাক্টর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কিং ফয়সাল, কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা পারভীন, পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিন ( নিউটন), ঝালকাঠি পিটিআই এর ইনস্ট্রাক্টর মনিশা মন্ডল।
উপজেলা রিসোর্স সেন্টরের আয়োজনে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষক অংশগ্রহণ করেন।
আরও পড়ুন : কাঠালিয়ায় মরণব্যাধি ক্যান্সার রোগ থেকে বাঁচতে সবার সাহায্য চায় রাকিব