বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাড়ির পাশের ডোবা থেকে ফারজানা আক্তার (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। ফারজানা আক্তার লতাবুনিয়া গ্রামের মানিক ফকিরের মেয়ে ।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরে ঘুমিয়ে ছিলেন ফারজানা। পরে রাত ২টায় ঘরের দরজা খুলে ফারজানা বাহিরে বের হয়। পরিবারের সদস্যরা রাতে অনেক খোঁজাখুজি করে তাকে কোথাও পাননি। রোববার সকালে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বাড়ি সংলগ্ন ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
ফারজানার পিতা মানিক ফকির ও স্বামী মোঃ রাসেল মিয়া জানান, ফারজানা মানুষিক রোগী ছিলেন। তার একটি দু’মাসের কন্যা সন্তান রয়েছে। গতকাল গভীর রাতে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে আমরা তাকে পাইনি। সকাল বেলা বাড়ির পাশের ডোবা (ব্যারে) তার মরদেহ ভাসতে দেখা যায়। তার মৃত্যুর ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে কাঠালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।