শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জোয়ারের পানিতে ভেঙ্গে যাওয়া রাস্তা নিজ উদ্যোগে মেরামত করে দিলেন নবনির্বাচিত ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ। উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন মজিবুর রহমানের বাড়ির সামনে রাস্তাটি জোয়ারের পানিতে ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় পথচারীদের চলচলে দূর্ভোগ হচ্ছিল। শৌলজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ গতকাল মঙ্গলবার দুপুরে ভেঙ্গে যাওয়া রাস্তাটি দ্রুত মেরামত করার ব্যবস্থা করেন।
ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ বলেন, এই রাস্তাটি দিয়ে কচুয়া হাইস্কুল ও কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শতশত মানুষ প্রতিদিন চলাচল করে। কিন্তু জোয়ারের পানিতে রাস্তাটি ভেঙ্গে যায়। এতে লোকজন চলাচলে অসুবিধা হচ্ছিল। বিষয়টি ইউপি চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন রিপন মহোদয়কে জানালে তিনি রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা করতে আমাকে নির্দেশ দেন। পরে আমি লোকজন নিয়ে বৃষ্টির মধ্যেও ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা করে দেই ।