মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আবু বক্কর জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান বশির, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মনির খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাসুদ খান প্রমুখ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।