শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস তালুকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম প্রমূখ।
সভায় জানানো হয়- ১২ ডিসেম্বর ৬ মাস হতে ৫ বছরের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। উপজেলার ৬টি ইউনিয়সের ১৪৪ টি কেন্দ্রে এ ভিটামিন ক্যাপসুল খায়ানোর কার্যক্রম চলবে।