সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ফোরকান সিকদার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, কাঠালিয়া সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোসা. মনিরা আক্তার, মো. রেজাউল কবীর জুয়েল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশ নেন।
আরও পড়ুন : বিডার নির্বাহী সদস্য হলেন কাঠালিয়ার খাইরুল ইসলাম