বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
“বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন, ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন আকাশ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছবি আক্তার, মোসা. লামিয়া আক্তার প্রমূখ।