বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও এলাবাসীর উদ্যোগে এবং ছৈলারচর আশার আলো যুব সমাজ কল্যান সমবায় সমিতির আয়োজনে ছৈলারচর পর্যটন কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারী) এ উপলক্ষে এক সভা বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ খানের সভাপতিত্বে ছৈলারচর ভাসমান পর্যটন কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, ছৈলারচর আশার আলো যুব সমাজ কল্যান সমবায় সমিতির সভাপতি মো. অলি উল্লাহ আহাদ, সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, সাংবাদিক মো. বাদল, ইউপি সদস্য মো. ফয়সাল আহমেদ মিঠু প্রমূখ।