বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

কাঠালিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

কাঠালিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

কাঠালিয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে দুই জেলেকে জরিমানা, মাছ ও জাল জব্দ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় রমজানের প্রথম দিনে উপজেলা সদর ও কৈখালী হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়ম পাওয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ফল ব্যবসায়ী মো. ইমরানকে ৩ হাজার টাকা ও মো. আমিনুল ইসলামকে ৩ হাজার টাকা এবং কৈখালী বাজারের মুদি ব্যবসায়ী মো. শওকত হোসেনকে ৫ হাজার এবং একই বাজারের ফল ব্যবসায়ী দিপংকর দাসকে তিন হাজার টাকা জরিমান করা হয়।

ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়। অভিযানের খবরে বেশিরভাগ ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এ সময় থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার, এসআই মো. ইমরানসহ সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও মো. নেছার উদ্দিন বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : কাঠালিয়ায় আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন খেলার মাঠ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana