শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ফজিলা আক্তার (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামের স্বামী জাহিদ হোসেন মোল্লার ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। গৃহবধু ফজিলা আক্তার দক্ষিণ কচুয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে ও মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পরিবারের দাবি ফজিলা আক্তার মানুষিক রোগী ছিলেন।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল জানান, গ্রামের মোঃ জাহিদ হোসেন মোল্লার সাথে দেড় বছর পূর্বে ফজিলার বিয়ে হয়। সোমবার রাত ৯টার দিকে ফজিলা শাশুরির সাথে ওযু করে নামাজ পড়ার জন্য মাচায় ওঠে। রাতে তাকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করা হলে কোন সারা না পাওয়ায় মাচায় গিয়ে দেখা যায় ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করে ফজিলা। পরে পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর ওসি পুলক চন্দ্র রায় ও রাজাপুর-কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, ফজিলা আক্তার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন হয়। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।