বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

কাঠালিয়ায় গৃহবধুকে কু’পি’য়ে হ’ত্যা’র অভিযোগ

কাঠালিয়ায় গৃহবধুকে কু’পি’য়ে হ’ত্যা’র অভিযোগ

কাঠালিয়ায় গৃহবধুকে কু'পি'য়ে হ'ত্যা'র অভিযোগ

সাকিবুজ্জামান সবুর:

ঝালকাঠির কাঠালিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তাজনেহার বেগম(৪৬) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজনেহার বেগম ওই গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের স্ত্রী।

সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. শহীদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ীর কামরুল ইসলামের সাথে। এর জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর ওয়াল ভাংচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাঁধা দিলে এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্সের ঘটনা ঘটে। এক পর্যায় কামরুল ইসলাম তার বোন আসমা বেগম ও স্ত্রী রুপালী বেগম মিলে কুপিয়ে গুরুতর জখম করে তাজনেহার বেগমকে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর (দুপুরে) কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তাজনেহার বেগমের ময়না তদন্ত হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : কাঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃ’ত্যু

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana