বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় আটটি গাঁজা গাছসহ শাহারুম হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক শাহারুম হাওলাদার কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেঁচরী এলাকার মৃত মুজাহার আলী হাওলাদারের ছেলে।
ঝালকাঠি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী এলাকার শাহারুমের মরিচ ক্ষেতের মধ্যে থেকে আটটি গাঁজা গাছসহ আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।