বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া সদর উপ স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন আউরা খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর (৬৫ আনুমানিক) ভাসমান ম’র’দে’হ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২০ সেপ্টম্বর) দুপুরে উপজেলা সদর উপ স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন দক্ষিণ আউরা গ্রামের আশ্রায়ন প্রকল্পের ঘাটলার পাশে একটি গাছের সাথে এক নারীর লাঁঁশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে খাল থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাঁশ উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত (রিপোর্ট লেখা পর্যন্ত) লাঁশের পরিচয় শনাক্ত করা যায়নি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাঁশটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাঁশের পরিচয় পাওয়া যায়নি। লাঁশটি সনাক্তের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অবহিত করা হয়েছে। লাঁশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত মামলা হয়েছে।