মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন

কাঠালিয়ায় খালের পানিতে নাতির মৃত্যুর দু’দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ দাদী

কাঠালিয়ায় খালের পানিতে নাতির মৃত্যুর দু’দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ দাদী

কাঠালিয়ায় খালের পানিতে নাতির মৃত্যুর দু’দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ দাদী

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণিতে পড়–য়া নাতি দেবরাজ (১১) খালের পানিতে ডুবে মৃত্যুর ঘটনার দু’দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ দাদি পুস্প রানী (৬০)। আদরের নাতী হারানোর শোক সইতে না পেরে সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনের খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর রাতভর তার স্বজন ও এলাকাবাসী অনেক খোঁজা খুজি করে ব্যার্থ হয়। পরে মঙ্গলবার সকাল থেকে কাঠালিয়া ফায়ার সার্ভিস ইউনিট ও বরিশালের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছেন। নিখোঁজ পুস্প রানী উপজেলার সাতানী বাজার সংলগ্ন পশ্চিম ছিটকী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য পরিতোষ মিস্ত্রীর স্ত্রী।

আরও পড়ুন :কাঠালিয়ায় পানিতে ডু’বে স্কুল ছাত্রের মৃ’ত্যু

স্বামী পরিতোষ মিস্ত্রী ও এলাকাবাসী জানান, গত শুক্রবার (১৬ জুন) দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরিতোষ মিস্ত্রীর চতুর্থ শ্রেণিতে পড়–য়া নাতী দেবরাজ। একদিন পর শনিবার খাল থেকে দেবরাজের মরদেহ এলাকাবাসীর সহয়তায় উদ্ধার করে স্বজনরা। এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে মানষিকভাবে ভেঙ্গে পড়ে। সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদী পুস্প রানী খালের একই স্থান থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকার শতশত মানুষ তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন। তবে এখন (মঙ্গলবার বিকেল ৩টা) পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেসন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা রাতেই ঘটনা স্থলে পৌছাই। তবে কেউ নির্দিষ্টভাবে বলতে পারছে না কোন যায়গা থেকে ডুবে গেছে। তার পরেও আমরা ও বরিশালের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছি এবং আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana