রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
মহসীন খান:
ঝালকাঠির কাঠালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিণাপানি বাজারের দলীয় কার্যালয়ে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম রত্তনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট ফজলে রাব্বী সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক সোহাগ মল্লিক, যুব দলের সহসভাপতি আব্দুল মন্নান, ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মো. কঞ্চন সিকদার, বিএনপি নেতা শামীম হাওলাদারসহ দলীয় নেতা-কর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান।