শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিনাপানি বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী কেবিকে মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির নির্বাচনে মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ০৯জন ভোটারের সবার ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ। জেনিভ সিকদারের সাথে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষনা করেন। উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী মন্ডল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, চেচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির খানসহ স্কুল শিক্ষক, অভিভাবক, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
নব নির্বাচিত সভাপতি মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার বলেন, তিনি কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সব সময় কাজ করবেন।