মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
সম্বনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীরণ প্রকল্পের আওতায় ঝালকাঠির কাঠালিয়ায় কৃষি যন্ত্রপাতি (থ্রেসার) বিতরণ করা হয়েছে।
গতকাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. হারুন অর রশিদ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন সিকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছিবুর রহমান, মো. আমিরুল ইসলাম ও মো. জাহিদুল ইসলাম প্রমুখ।