বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন ব্লকের কৃষি কার্যক্রম পরিদর্শন করেন করেছেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।
গতকাল মঙ্গলাবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ব্লকের শীতকালীন সবজি টমেটো, ফুলকপি, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন প্রকারের কৃষি কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রিফাত সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রহিম, উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. হাছিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগনা ব্লকে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।