মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

কাঠালিয়ায় কিশোরীদের আত্মরক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্ভোধন

কাঠালিয়ায় কিশোরীদের আত্মরক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্ভোধন

বার্তা ডেস্ক:

“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে”  স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় স্কুল শিক্ষার্থী কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণের উদ্ভোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট উম্মে আসমা খানম, এসআরএইচআর কমবেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ (সিইএমবি) প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট তৌফিক উল করিম চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (আডিএফ) উপজেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, মনিটরিং এ্যান্ড ইভেলুয়েশন কো- অডিনেটর আতিকা সুলতানা, কমিউনিকেশন কো-অডিনেটর নওরিন মল্লিকসহ প্রকল্পের কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কিশোরীদের মাঝে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা, নিজেদের সিদ্ধান্ত প্রহণে ও মতামত প্রদানের জন্য আত্মনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে ৩২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহয়তায় এবং গেøাবাল অ্যাফেয়ারস কানাডার অর্থায়নে কাঠালিয়া উপজেলার ছয় ইউনিয়ন থেকে ১৫জন স্কুল পড়ুয়া কিশোরী এই প্রশিক্ষণে অংশ নেয়।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana