রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় আপন বড় ভাইয়ের রোপিত অনেক গুলো সবরি কলা গাছ কেটে ফেলের অভিযোগ উঠেছে ছোট ভাই পুলিশ সদস্য মো.মিলন সিকদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মো.লাল মিয়া সিকদারের বাড়ীতে। এতে ৪০-৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষেতের মালিক মো.কবির সিকদার।
তিনি জানান, পিতার দেওয়া ৩৩ শতাংশ জমিতে মাটি কেটে কলা বাগান করেন। ক্ষেতে ৪শ সবরি কলা গাছ রোপন করা হয়। বর্তমানে সমস্ত গাছে কলা ধরেছে। বুধবার সকালে তার অনুপস্থিতিতে ছোট ভাই পুলিশ সদস্য মিলন সিকদার (বর্তমানে ঢাকায় কর্মরত) এ জমি তার দাবী করে বাগানের ৪০-৫০টি কলাসহ গাছ কেটে ফেলে।
এ ব্যাপারে পুলিশ সদস্য মিলন সিকদার জানান, পিতার ভাগ করে দেওয়া তার অংশের জমিতে চুক্তিতে কলা বাগান করেন বড় ভাই কবির। চুক্তির মেয়াদ শেষ হলেও জমির দখল ছাড়ছে না। তাই দখল নেওয়ার জন্য কয়েকটি গাছ কাটা হয়।
ভুক্তভোগী কবির সিকদার জানান, চারটি ঘোড়া নিয়ে ঘোর দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহনের জন্য বর্তমানে বরগুনা জেলার বেতাগী উপজেলায় আছেন। বাড়ী ফিরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।