রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় করোনায় কর্মহীন, দুঃস্থ্য ও অসহায়দের মাঝে ঈদ উপহারসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির।
শনিবার সাড়ে ১২ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ ঈদ উপহারসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক মো. রুস্তুম আলী খান, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেছবাহ উদ্দিম মাসুদ, মো. রিয়াজ উদ্দিন মাতুব্বর, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বশির, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মাসুদ খান প্রমূখ।
পরে উপজেলাসহ ৬ ইউনিয়নে ৭ শত দুঃস্থ্য ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।