রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালাকাঠির কাঠালিয়ায় করোনায় কর্মহীন অসহায় ও রমজান উপলক্ষে ২৫০ পরিবারকে উপহার সামগ্রী প্রদান করলেন জাতীয় পার্টির (জেপি) যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল।
বুধবার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ বাজর সংলগ্ন তার নিজ বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, চিনি, ছোলা, সেমাই, লবনসহ নিত্যপণ্য খাদ্য সামগ্রী। উপহার সামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো অত্যান্ত খুশি।
আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আব্দুল সত্তার হাওলাদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা সেলিম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মিঠু সিকদার, আওয়ামী লীগ নেতা মো. আল মামুন হাওলাদার, মো: রফিকুল ইসলাম এলেন প্রমুখ।