শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় কঠোর লকডাউনের মধ্যেও ঘর থেকে বের হচ্ছে মানুষ। উপজেলার রাস্তাঘাট কিংবা বাজারে জনসাধারণের ভিড় লেগে আছে।
বাজার খোলা স্থানে স্থানান্তর না করায় গাদাগাদি করে বেচাকেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। এ অবস্থায় বেশ কড়াকড়ি অবস্থান নিয়েছে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করেছে পুলিশ। জেলার বাইরে থেকে আসা কোন যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। বিনা কারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দিচ্ছেন।
এদিকে স্বাস্থ্যবিধি মানতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। কঠোর লকডাউনে দোকান খোলা রাখায় ও মাস্ক বিহিন পথচারীদের জরিমানা করা হচ্ছে।
এর মধ্যেও বুধবার সকাল থেকে উপজেলা সদর, আমুয়া ও কৈখালী বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকানপাটের পাশাপাশি অন্যান্য দোকানপাটও খোলা রয়েছে। এছাড়া ছোট ছোট বাজারগুলোতে কঠোর লকডাউনের কোন বালাই নেই তাই ঢিলেঢালা ভাবেই পালিত হচ্ছে লকডাউন।