রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাডভোকেট ফজলুল হক এর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মসজিদে মসজিদে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মরহুম এ্যাডভোকেট ফজলুল হক বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনিরের পিতা। তাঁর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার উপজেলার বিভিন্ন মসজিদে আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে আসর নামাজবাদ কাঠালিয়া বন্দর জামে মসজিদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার এর সভাপতিত্বে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মরহুমের ছোট ছেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
মাওলানা খাইরুল আমিন ছগিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মিজানুর রহমান বশির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার,
চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান ও হাফেজ অলিউল্লাহ।
এছাড়াও কাঠালিয়া, আমুয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া, চেঁচরীরামপুর ও পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।