রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২১ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার অত্র প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।
কাঠালিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. জলিলুর রহমান আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন প্রমুখ।