রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় এক হাজার ব্যাগ আইভি স্যালাইন সৌজন্য সহয়তা করলেন কাঠালিয়ার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্ত¡রে উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির সৌজন্য সহয়তার এক হাজার ব্যাগ আইভি স্যালাইন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের হাতে হস্তান্তর করেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান শিশির দাস, মো. মাহমুদ হোসেন রিপন, মো. কামরুজ্জামান লিটন নকীব, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক জুয়েল, ছাত্র লীগের সভাপতি মো. সাইদ আহম্মেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।