বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০২ মার্চ) সকালে এ উপলক্ষে সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজালাল সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বজলুল করিম, প্রভাষক মো. ছাইদুর রহমান, প্রভাষক সেলিম আকন প্রমুখ। এসময় কলেজের শিক্ষক ও নবীন-প্রবীন শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা’র সভাপতিত্বে এবং মনস্বিতা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনস্বিতা মহিলা কলেজে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা ফাতিমা খানম। অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।