শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

কাঠালিয়ায় একটি গাভীর একসঙ্গে দুটি বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য

কাঠালিয়ায় একটি গাভীর একসঙ্গে দুটি বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় একটি গাভীর একসঙ্গে দুইটি বাচ্চা প্রসব করার ঘটনা ঘটেছে। গতকাল ভোর রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামের সরদার বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গাভীটির মালিক হাসান সরদার। একটি গাভীর দুটি বাছুর হওয়ার খবরে এলাকার অনেক লোকজন দেখতে আসছেন।

হাসান সরদার বলেন, আমার গরুটা গাভীন অবস্থায় ছিল সাধারণ গরু যেমন থাকে গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। বৃহস্পতিবার ভোর রাতে আমার গাভীটির এক ঘন্টার ব্যবধানে দুইটি বাচ্চা (বাছুর) হয়। একটি পুরুষ বাচ্চা এবং অপরটি গাভী বাচ্চা। বাচ্চা দুইটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক রয়েছে। দেখে খুবই সুন্দর হয়েছে। এক একটি বাছুরের ১৫ কেজির বেশি ওজন। আমি কখনো একটি গরুর দুইটা বাচ্চা দেখিনি। এটি মহান আল্লাহতালারই কুদরত। গাভীটি অষ্ট্রোলিয়ার জাতের হওয়ায় তৃতীয় প্রজন্মের বীজ দেয়ানো হয়েছিল।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana