শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

কাঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন বিমল চন্দ্র সমাদ্দার

কাঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন বিমল চন্দ্র সমাদ্দার

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন বাবু বিমল চন্দ্র সমাদ্দার। আজ সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সদস্যদের নিয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মাহমুদ সেলিমের প্রস্তাবে এবং ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজের সমর্থনে সর্বসম্মতিক্রমে বাবু বিমল চন্দ্র সমদ্দারকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে রেজুলেশন করা হয়। পরে অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। সভায় বিমল চন্দ্র সমাদ্দার সভাপতিত্ব করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঠালিয়া সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, আইন বিষক সম্পদক ফাতিমা খানম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, সহ দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম গাজীসহ অন্যান্য সদস্য ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বাবু বিমল চন্দ্র সমদ্দার কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা পূজা উপদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার পিতা রাজেন্দ্র নাথ সমাদ্দার এক সময় কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার এর মৃত্যুর পর পদটি শুন্য হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana