রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সেন্টারের হাট সৌরদীপ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী সিনিয়র-জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সোমবার বিকেলে স্থানীয় সেন্টারের হাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সাংবাদিক মো. শহীদুল আলম, ইউপি সদস্য সৈয়দ আঃ কাইউম, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ বাদল খান। মাঠ পরিচালনা করেন প্রবীণ খেলোয়াড় অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভুমি কর্মকর্তা জনাব মোঃ কবিরুজ্জামান খান এবং ধারাভাষ্যকার হিসাবে ছিলেন সৈয়দ সুলতান আহম্মেদ মন্টু।
খেলায় জুনিয়র একাদশ ১-০ গেলে সিনিয়র একাদশকে হারায়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতরণ করেন। এলাকার শতশত বিভিন্ন বয়সী মানুষ এ খেলা উপভোগ করেন।