শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের আয়োজনে ও জাইকার সহায়তায় ই-নামজারী, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় ও দাখিলার প্রয়োজনীয়তা বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
এছাড়া জাইকার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। ই-নামজারী এ প্রশিক্ষণে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা, উপ-সহকারী ভুমি কর্মকর্তা, অফিস সহায়ক ও ইউপি সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা অংশ নেয়।