রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সমন্বয়ে ইমাম বাছাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কাঠালিয়া প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ইসলামি ফাউন্ডেশন কাঠালিয়ার আয়োজনে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন ইমামকে বাছাই করা হয়।
ইসলামি ফাউন্ডেশন কাঠালিয়ার ফিল্ড সুপার ভাইজার মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির কাঠালিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. খাইরুল আমিন ছগির, ইসলামি ফাউন্ডেশন কাঠালিয়া শিক্ষকদের সভাপতি মাওলানা মো. আনোয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মো. আনিচুর রহমান প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল রহমান।