বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

কাঠালিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের হস্তক্ষেপে ১০ম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে।

উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের কাঠালিয়া উপজেলা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, উপজেলার সদর ইউনিয়নের মশাবুনিয়া গ্রামের রত্তন আলী হাওলাদারের মেয়ে ও স্থানীয় আমরিবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী লামিয়া আক্তার(১৫) এর সাথে একই উপজেলা ছোনাউটা গ্রামের হাফিজ আহম্মেদ গাজীর ছেলে জাকির হোসেনের সাথে আনুষ্ঠানিভাবে বিয়ের প্রস্তুতি চলে।

এ উপলক্ষে রবিবার দুপুরে কনের বাড়ী বরযাত্রীসহ অনেক অতিথিদের খাওয়া-দাওয়া চলছিলো।

এসময় স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে ইউএনও স্যার বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষনিক আমাকে ঘটনাস্থলে যেতে বলেন। আমি গিয়ে বাল্য বিবাহ বন্ধ করি। পরে জন সম্মুখে মেয়ের মা-বাবাকে পূর্ণ বয়স্ক(১৮ বছর) না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দিবেন না মর্মে অঙ্গিকারনামা (মুছলেকা) গ্রহন করি।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana