বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ মো. মোয়াজ্জেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. ইব্রাহিম, উপজেলা সহকারী প্রোগামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম, থানার এস আই মো. সেলিম, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান, মো. মিজানুর রহমান, সাংবাদিক মো. আবদুল হালিম প্রমূখ।