শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকালে র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দোলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, থানার এস আই মো. জাহাঙ্গীর হোসেন, শ্রেষ্ঠ জয়িতা ফাতেমা বেগম প্রমূখ।
অনুষ্ঠান শেষে জয়িতাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট এবং ক্ষুদ্র ঋনের টেক বিতরণ করা হয়েছে।