সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে মানববন্ধন, শপথ বাক্য পাঠ এবং উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, উপজেলা সমাজসেবা অফিসার এসএম দোলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, থানার এস আই মো. জাহাঙ্গীর হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি মোসা. সেলিনা বেগম, শিক্ষার্থী নওষিন আনজুম প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, এনজিও কর্মী, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা উপস্থিত ছিলেন।