শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া লঞ্চঘাটের যাত্রীদের চলাচলের দূর্ভোগ লাগবে জনস্বার্থে মাটির রাস্তাটি ইট দিয়ে সংস্কার করে দিলেন কাঠালিয়া সদর ইউনিয়নে আওয়মী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক নাহিদ সিকদার।
রবিবার (১৩ জুন) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে ১৫০ফুট নির্মিত ইটের রাস্তার উদ্বোধন করেন। এসময় ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামান খান, ছাত্রলীগ নেতা শিবলী মাহমুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. মাহমুদুল হক নাহিদ সিকদার জানান, লঞ্চঘাট এলাকার বিষখালী নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকায় মাটির বাঁধ নির্মাণ করায় বর্ষার কারণে কাদামাটিতে লঞ্চযাত্রী ও দর্শনার্থীরা চলাচলে চরম দূর্ভোগের শিকার হন।
তাদের দূর্দশা লাগবে আমার ব্যক্তিগত অর্থায়নে ইট সলিংয়ের রাস্তা সংস্কারের ব্যবস্থা করেছি। আমি আগামি ২১ জুন জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে লঞ্চঘাট এলাকায় একটি যাত্রী ছাউনীসহ পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করবো ইনশআল্লাহ ।