রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মুরাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।