বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. কবির হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার এই অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মো. কবির হোসেন বরগুলার বেতাগী উপজেলার বদনীখালী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
ইউএনও সুফল চন্দ্র গোলদার কাঠালিয়া বার্তা’কে জানান, সরকারি নির্দেশ অমান্য করে বিষখালী নদীর শৌলজালিয়া খেয়াঘাট এলাকা থেকে বালু উত্তোলন করার সময় মো. কবির হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।