সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ও যুব উন্নয়ন সমিতি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার কলেজ রোডস্থ সমিতির কার্যালয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমিতির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তাপস কুমার বিশ্বাস।
বক্তব্য রাখেন, সমিতির সহসভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. আসলাম, কোষাদক্ষ্য মো. খলিলুর রহমান, সদস্য মো. মাহবুব হোসেন, মো. মানিক আকন, মো. দুলাল প্রমুখ।