বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের বদলীজনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এ সংবর্ধনার আয়োজন করে অফিসার্স ক্লাব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামাল বদু সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, সাংবাদিক ফারুক হোসেন খান প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।